নয়াদিল্লিঃ পণের (Dowry) দাবিতে অত্যাচার। গৃহবধূর (Housewife) বিনুনি (Braids) কেটে দিলেন স্বামী। শ্বশুড়বাড়ির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদোই জেলায়। অভিযুক্ত যুবকের নাম রামপ্রতাপ। এক বছর আগে রাধাকৃষ্ণ নামে এক ব্যক্তির মেয়ের সঙ্গে বিয়ে হয় রামপ্রতাপের। বিয়ের পর থেকে মেয়ের উপর নানাভাবে অত্যাচার করা হচ্ছিল বলে অভিযোগ রাধাকৃষ্ণর। কখনও এয়ার কুলার তো কখনও ফ্রিজ নানা সামগ্রী চাওয়া হচ্ছিল মেয়ের শ্বশুরাড়ির তরফে। আর তা না দিলেই অত্যাচার করা হচ্ছিল মেয়ের উপর।
পণের দাবিতে নির্মম অত্যাচার, গ্রেফতার স্বামী
এই অত্যাচার সহ্য করতে না পেরে বাপেরবাড়িতে সবটা জানান ওই যুবকের স্ত্রী। এরপরই জামাই ও তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরই মধ্যে শনিবার স্থানীয় পার্লারে যান ওই গৃহবধূ। আর সেখানেই তাঁর উপর চড়াও হন স্বামী। কাঁচি দিয়ে তাঁর বিনুনি কেটে দেন তিনি। এরপর সেখান থেকে পালান অভিযুক্ত স্বামী। পুলিশের দ্বারস্থ হন গৃহবধূ। এরপরই স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন ওই যুবক। রাগের বশে এই ঘটনা ঘটিয়ে ফেলেছেন তিনি পুলিশি জেরায় এমনটাই জানিয়েছেন ওই যুবক।
পণ নিয়ে বচসা, বিউটি পার্লারে ঢুকে স্ত্রীর বিনুনি কেটে দিল স্বামী
UP Shocker: Man Cuts Wife's Braid at Beauty Parlour, Dowry Harassment Allegedhttps://t.co/rv63i8DHuX#Dowry #DowryHarassment #Harassment #BeautyParlour #UttarPradesh
— LatestLY (@latestly) April 20, 2025