হাসপাতালের দৃশ্য (ছবিঃX)

নয়াদিল্লিঃ সাত সকালে ছেলেকে সঙ্গে নিয়ে মন্দিরে(Temple) ছুটেছিলেন। তারপর যা কান্ড ঘটালেন তাতে তাজ্যব সকলে। নিজের যৌনাঙ্গ (Private Part)কেটে শিব(Lord Shiva) ঠাকুরের পায়ে অর্পণ করলেন এক যুবক। এই ঘটনা সামনে আসতেই গ্রামে আলোড়ন পড়ে যায় মন্দিরে। 'হর হর শম্ভু' ধ্বনিতে ভরে ওঠে মন্দির চত্বর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম বিহারী লাল। বয়স ৫০।

পুরুষাঙ্গ কেটে অর্পণ করলেন শিবকে

এদিন ধারল অস্ত্র দিতে নিজের যৌনাঙ্গ কেটে ফেলেন তিনি। এরপর নিজের ছেলের হাতে তা দিয়ে শিবের মন্দিরে তা অর্পণ করতে বলেন। বাবার কথামতো জাগেশ্বর মহাদেব মন্দিরে পুরুষাঙ্গ দান করে ছেলে। অন্যদিকে রক্তে ভেসে যায় বিহারী লালেল শরীর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রতিবেশীরা। কিন্তু কিছুতেই হাসপাতালে যেতে রাজি হননি ওই ব্যক্তি। উল্টে মন্দিরে যেতে চান তিনি। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে জানান, গোপনাঙ্গ কাটা তাঁর। পরিবার সূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন তিনি। অন্ধবিশ্বাসের বশেই এই কান্ড ঘটিয়ে ফেলেছেন বলে দাবি পরিবারের।

নিজের যৌনাঙ্গ কেটে শিবকে অর্পণ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির