প্রতীকী ছবি (Photo Credits: Getty Images)

হায়দরাবাদ: ছোট্ট দুই কুকুরছানাকে (puppies) নৃশংসভাবে (brutally) খুন (killed) করার পর পাশবিকতার সেই ভিডিয়ো (video) ইনস্ট্রাগামে (Instagram) পোস্ট করার জেরে গ্রেফতার হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telengana) রাজেন্দ্রনগর (Rajendranagar police station) পুলিশ স্টেশনের অন্তর্গত কাট্টেডান (Kattedan) এলাকায়। তার এই নৃশংসতার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে আপলোড হতে শিউরে উঠেছেন নেটিজেনরা। অবিলম্বে ওই বিকৃত মানসিকতার লোকটিকে কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি প্রথম কুকুর ছানাটিকে একটি গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে হত্যা করে। আর অন্য কুকুর ছানাটিকে বহুতল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে ছুঁড়ে নিয়ে ফেলে দেয়। পরে দুটি ঘটনার ভিডিয়ো নিজের ইনস্ট্রাগাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে। বিষয়টি ১৫ নভেম্বর প্রকাশ্যে আসার পরেই রাজেন্দ্রনগর পুলিশ স্টেশনের অন্তর্গত কাট্টেদান এলাকাকে থেকে অভিযুক্ত রে নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মাদক নেওয়ার পাশাপাশি অসামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত ছিল বলে জেরায় জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর অর্থাৎ শুক্রবার মালিয়ারদেবপল্লী পুলিশ স্টেশনে পুশুদের উপর নির্যাতনের উপরে অভিযুক্তের নামে একটি অভিযোগ দায়ের হয়। এরপরই মালিয়ারদেবপল্লীর পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪২৯ ধারা, পশু নির্যাতন নিরোধক আইনের ১১ (এল) ধারায় তাকে গ্রেফতার করে জেলে ঢোকানো হয়। যদিও পরে জামিন পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছে সে।