পাটনাতে ঘুরতে এসেছিলেন। স্টেশন থেকে কিছুটা দূরে একটি হোটেলে উঠেছিলেন দম্পতি। রবিবার সকালে সেই রুম থেকেই উদ্ধার এক বছর ছয়েকের শিশুর রক্তাক্ত দেহ। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) পাটনা। থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
ছেলেকে মারধর করে বাবা
মৃতের মা পুলিশে জানিয়েছেন, শনিবার রাত থেকে স্বামী প্রভাকর মাহাতোর সঙ্গে তাঁর ঝামেলা শুরু হয়। রবিবার সকালেও সেটা অব্যাহত ছিল। এই রাগেই ৬ বছরের ছেলে সানিকে মারধর করতে শুরু করে প্রভাকর। ছেলেটি ব্যাথায় কাঁদছিল। তখনই তাঁকে রুমের মেঝেতে আছাড় মারে প্রভাকর। তারপরেই রুম থেকে বেরিয়ে যায় সে। এদিকে শিশুর মা হোটেল কর্তৃপক্ষকে খবর দেয়। তাঁরাই পুলিশকে জানায়।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। জা্না যাচ্ছে, হাসপাতালে যাওয়া্র পথেও ছেলেটি জীবিত ছিল। কিন্তু চিকিৎসার আগেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিযুক্ত বাবার।