প্রতীকী ছবি

পাটনা: মন্দিরের (Temple) মধ্যে প্রস্রাব করার (Urinate) জেরে এক ব্যক্তিকে গ্রেফতার (arrest) করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) মুজাফফরপুর (Muzaffarpur) শহরের কল্যাণী চকের (Kalyani Chowk) মা দুর্গা (Maa Durga) মন্দিরে।

রবিবার এই গ্রেফতারির কথা জানিয়ে বিহার পুলিশের পক্ষ থেকে বলা হয়, ধৃত ব্যক্তির নাম মইনুদ্দিন। বাড়ি মুজাফফরপুর শহরের দিওয়ান রোড এলাকায়। ধৃতের বিরুদ্ধে অভিযোগ যে সে শনিবার সন্ধ্যায় জুতো পরে মন্দিরে ঢুকে সোজা মা দুর্গার প্রতিমার দিকে যাচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে মন্দিরের পুরোহিত ওই ব্যক্তিকে সতর্ক করে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মন্দিরের অন্যদিকে গিয়ে প্রস্রাব করতে শুরু করে।

এই ঘটনাটি দেখতে পেয়ে মন্দিরের ভেতরে থাকা ভক্তরা দৌড়ে এসে ওই ব্যক্তিকে মারধর করে। আর এই ঘটনার খবর দাবানলের মতো নিমিষে ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে প্রচুর পুলিশকর্মী নিয়ে এসে উত্তেজনা নিয়ন্ত্রণ করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেন স্থানীয় থানার পুলিশ আধিকারিক।

এপ্রসঙ্গে মুজাফ্ফরপুর পুলিশের একজন মুখপাত্র বলেন, আমরা ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তকে গ্রেফতার করে মামলা শুরু করেছি। ধৃত ব্যক্তি বিশাল একটি সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার ঘটনায় অভিযুক্ত। তবে তাকে যখন ধরা হয় সে জখম অবস্থায় ছিল। তাই চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পাশাপাশি ওই মন্দির এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা আধিকারিকদেরও যাতে কোনও গণ্ডগোলের পরিস্থিতি তৈরি না হয় তার খোঁজ রাখতে বলা হয়েছে।

এদিকে ওই ব্যক্তির গ্রেফতারির খবর পেয়েই তার অভিভাবকরা থানায় গিয়ে পৌঁছন। সেখানে গিয়ে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন দাবি করার পাশাপাশি এর স্বপক্ষে কিছু কাগজপত্রও দেখান। আরও পড়ুন: Water Metro: জলের উপর ছুটবে মেট্রো, দেশের প্রথম ওয়াটার মেট্রো চালু হবে ২৫ এপ্রিল