Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ দিনের পর দিন মহিলাদের হোস্টেলের (Hostel) স্নানঘরে উঁকি। ক্যামেরায় (Camera) বন্দি মেয়েদের স্নানের ছবি। এবার হাতেনাতে ধরা পড়ল যুবক। অভিযুক্তকে ধরিয়ে দিল দশম শ্রেণির এক ছাত্র। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের আজমগড়ে। ধৃতের নাম হিমাংশু রায়। আজমগড়ের হীরাপট্টি কলোনির বাসিন্দা। তাঁর বাড়ির পাশেই রয়েছে একটি গার্লস হোস্টেল। অভিযোগ, ওই হোস্টেলের স্নানঘরে নজর রাখতেন তিনি। গত রবিবার, স্নানঘরে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রী হঠাৎ লক্ষ করেন বাথরুমের ছাদের একটি অংশ ফাঁকা। সেখানে একটি ক্যামেরা দেখতে পায় সে। এরপরই হোস্টেল কর্তৃপক্ষকে সবটা জানায় সে। তদন্তে নেমে ওই যুবককে হাতেনাতে ধরা হয়। আগেও হিমাংশুর বিভিন্ন কীর্তি সম্পর্কে ওয়াকিবহল ছিলেন স্থানীয়রা। ছাত্রীদের হুমকি দিয়ে ভিডিয়ো করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় হিমাংশুকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর ফোন ঘেঁটে একাধিক পর্ণ ভিডিয়ো ও বিভিন্ন মেয়েদের আপত্তিজনক ছবি পাওয়া গিয়েছে।ইলেকট্রিক ডিভাইসগুলি ইতিমধ্যেই ফরেন্সিকে পাঠানো হয়েছে।

লুকিয়ে গার্লস হোস্টেলের স্নানঘরে নজর, হাতেনাতে ধরা পড়ল যুবক