প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশে(Uttar Pradesh) ফের ধর্ষণের(Rape) ঘটনা। বিয়ের(Marriage) প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার(Arrest) যুবক। শুধু তাই নয়, নির্যাতিতাকে ধর্ম পরিবর্তনে জোর করার অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। বুধবার, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামে। অভিযুক্ত যুবকের নাম মাজিদ। অংশ চৌধুরী নকল নামে নির্যাতিতার সঙ্গে পরিচয় করে সে। সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় দু'জনের। অভিযোগ,এরপরই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে ধর্ষণ করে মাজিদ নামে ওই যুবক। নির্যাতিতাকে ধর্ম পরিবর্তন করার জন্যও চাপ দিতে থাকে সে।

যোগীরাজ্যে ধর্ষণের ঘটনা, গ্রেফতার অভিযুক্ত

এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে মাজিদ নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের সার্কেল অফিসার রামাশীষ যাদব বলেন, "মহিলাকে ধর্ষণের অভিযোগে মাজিদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় অভিযুক্তের। তখন নিজেকে অংশ চৌধুরী নামে পরিচয় দেয় সে।"

 

যোগীরাজ্যে ফের ধর্ষণ, নির্যাতিতাকে ধর্ম পরিবর্তনে চাপ অভিযুক্তের