Snake (Photo Credits: Pixaby)

নয়াদিল্লিঃ ঘরের মধ্যে লুকানো বিষাক্ত কোবরা (Cobra)। আর সেই বিষাক্ত সাপের ভয় দেখিয়ে নাবালিকাকে (Minor)যৌন নির্যাতন (Sexual Assault)। রাজস্থানের (Rajasthan)কোটা (Kota) থেকে গ্রেফতার এক ব্যক্তি। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ ইমরান। বয়স ২৯। উত্তরপ্রদেশের ঝাঁসির বাসিন্দা। বাড়ি ভাড়া নিয়ে স্ত্রীয়ের সঙ্গে রাজস্থানের কোটার রেলওয়ে কলোনিতে থাকত সে। ভাড়া বাড়ির একটি ঘরে রাখা ছিলেকটি বিষাক্ত কোবরা। এই সাপকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে লোকজনকে ঠকাতো সে। সম্প্রতি ওই এলাকার এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তার উপর।

নাবালিকাকে যৌন হেনস্থা, ভিডিয়ো দেখিয়ে হুমকি, গ্রেফতার যুবক

অভিযোগ, ওই নাবালিকাকে যৌন হেনস্থা পর গোটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে সে। এরপর সেই ভিডিয়ো দেখিয়ে ওই নাবালিকার বাবাকে ভয় দেখিয়ে ১.৩৬ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই যুবক। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। এরপরই নাবালিকার অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ইমরানের ঘর থেকে উদ্ধার হয় বিষাক্ত কোবরা ও ৭ লক্ষ নগদ টাকা। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।

বিষাক্ত কোবরার ভয় দেখিয়ে নবালিকাকে যৌন হেনস্থা, হুমকি দিয়ে লক্ষাধিক টাকা লুট, গ্রেফতার যুবক