খুন (Photo Credits: Pixabay)

মুম্বই, ২৭ মার্চকরোনার কোপে দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে বাড়িতে থাকার বিকল্প কিছু নেই। প্রায় সবাই আতঙ্কের প্রহর গুনছেন। যাঁরা আইন লঙ্ঘন করছেন, তাঁদের পিঠে পড়ছে পুলিশের লাঠি। এরমধ্যেই ঘটল মর্মান্তিক ঘটনা। ছোটভাই লকডাউন মানছে না। বার বার নিষেধ সত্ত্বেও বাড়ির বেরিয়ে বেরোচ্ছে। এমন অবাধ্য ভাইকে শায়েস্তা করতে খুনই করে বসলেন দাদা। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বই (Mumbai) শহরতলির কান্দিভ্যালির এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম রাজেশ লক্ষ্মী ঠাকুর। তিনি ছোটভাই দুর্গেশকে খুন করেন বলে জানিয়েছে স্থানীয় সামতা নগরের পুলিশ। মৃত যুবক পুণের এক বেসরকারি ফার্মে চাকরি করতেন। আরও পড়ুন- Coronavirus Outbreak in India: থ্রি প্লাই মল্টব্লাউন ফেস মাস্কের দাম ১৬ টাকায় বেঁধে দিল কেন্দ্রীয় সরকার

করোনার আতঙ্কেই তিনি বাড়িতে ফিরেছিলেন। রাজেশ ও তাঁর স্ত্রী ক্ষোভ উগরে দেন। তিনজনের মধ্যে বচসা হয়। সেই সময়ই রাগের বশে ধারালো কিছু দিয়ে ভাইকে আঘাত করে রাজেশ। রক্তাক্ত দুর্গেশকে পড়ে যেতে দেখে দুজনেই আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই রাজেশ লক্ষ্মী ঠাকুরের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। একেই করোনার কাঁটা তায় এই খুনোখুনিকে কেন্দ্র করে কান্দিভ্যালি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।