Mamata Banerjee (Photo Credit: Twitter/AITC Goa)

লখনৌ, ৮ ফেব্রুয়ারি: সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh  Yadav)-এর অনুরোধ রেখে উত্তরপ্রদেশে এখন ভোটের প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরপ্রদেশে আজ, মঙ্গলবার প্রথম দফার ভোটের শেষ দিন। আর শেষ দিনের প্রচারে অখিলেশের সঙ্গে এক মঞ্চে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন দিদি। এরপর মমতা স্লোগান তোলেন. 'ইস বার অখিলেশ ৩০০ পার, ইস বার অখিলেশ সরকার।"

সঙ্গে মমতা জানালেন, তিনি আগামী ১৫ তারিখ, মঙ্গলবার বারাণসীতে মন্দির দর্শন করে গঙ্গা আরতী দেখবেন। মন্দির দর্শন সেরে অখিলেশের হয়ে প্রচার সারবেন মমতা। প্রসঙ্গত, বারণসী লোকসভা কেন্দ্র থেকেই গত দু বার জিতে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। আরও পড়ুন: কংগ্রেসকে আক্রমণ করে কী বললেন প্রধানমন্ত্রী

অখিলেশের হয়ে প্রচার করতে এসে লখনউয়ে দাঁড়িয়ে মমতা বলেন, 'তৃণমূল গোয়া বিধানসভায় লড়ছে। কিন্তু তার পরিবর্তে আমি উত্তরপ্রদেশে প্রচার করছি, কারণ এটা সম্মানের লড়াই/প্রেস্টিজ ফাইট। বিজেপিকে উত্তরপ্রদেশ থেকে সরান, তাহলেই ওরা কেন্দ্র থেকে সরে যাবে। '