বিজেপি নেতাদের বিরুদ্ধে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর মোদীর ৭৪'তম জন্মদিন। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি চিঠি প্রসঙ্গে খাড়গে বললেন, বিজেপির নেতারা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে যে সমস্ত হিংসাত্মক এবং অভদ্র মন্তব্য করছেন তা অত্যন্তই আপত্তিকর। এই ধরণের বিবৃতি দেওয়ার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়ে এই চিঠি মোদীকে পাঠিয়েছেন খাড়গে।
সাম্প্রতিক সময়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কেন্দ্র করে নানা কুরুচিকর মন্তব্য শোনা যাচ্ছে। দিন কয়েক আগে উত্তরপ্রদেশের এক বিজেপি মন্ত্রী রাহুলকে 'সন্ত্রাসী' বলে কটাক্ষ করেন। আবার মহারাষ্ট্রে এনডিএ জোটের শরিক দলের এক বিধায়ক প্রকাশ্যে মন্তব্য করেন, 'রাহুলের জিভ কেটে আনলে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে'।
রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মোদীকে চিঠি খাড়গের...
VIDEO | “I extend my wishes to PM Modi on his birthday. I also want to draw his attention to objectionable remarks that have been made by his party leaders against Lok Sabha LoP Rahul Gandhi. I condemn such remarks,” says Congress president Mallikarjun Kharge (@kharge).
(Full… pic.twitter.com/avCCtmHYQg
— Press Trust of India (@PTI_News) September 17, 2024
অভিযোগে খাড়গে এও জানান, এক বিজেপি নেতা এবং দিল্লির প্রাক্তন বিধায়ক রাহুল গান্ধীকে হুমকি দিয়ে বলেন, রাহুলের পরিণতিও তাঁর ঠাকুমা অর্থাৎ ইন্দিরা গান্ধীর মতই হবে।