১৮ বছর পর কাপ জয়। আইপিএলে আরসিবি (RCB)-র রুদ্ধশ্বাস জয় নিয়ে দেশজুড়েই আনন্দ-উল্লাস করছে ভক্তরা। বুধবার কর্ণাটকে আসল আইপিএলের কাপ। আর সেই কাপ আনা হল বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে। যা দেখতে স্টেডিয়াম চত্বরে সকাল থেকেই ভিড় জমিয়েছেন বহু মানুষ। দুপুরের দিকে যখন টিম বাস চিন্নাস্বামীতে এসে পৌঁছাল, তখন কাতাড়ে কাতাড়ে মানুষজন ভিড় জমিয়েছে ওই এলাকায়। যার ফলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ বাহিনী লাঠিচার্জ করে। তারপরেও ফাঁকা হচ্ছিল স্টেডিয়াম চত্বরে। এদিকে এই ভিড়ের মাঝে পদপিষ্ট (Bengaluru Stampede Case) হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। আহতও হয়েছেন অনেকে।

চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনা নিয়ে নিন্দার ঝড় সব মহলে

গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। রাজ্যের পুলিশ প্রশাসনের কর্তব্যের গাফিলতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বিশেষ করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নেতৃত্ব এই নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছে। গোটা ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবাকুমার। তিনি ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করে এসেছেন। এই পদপিষ্টের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জন খাড়গে।

চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনা নিয়ে মন্তব্য মল্লিকার্জন খাড়গের

তিনি বলেন, আকষ্মিক এই দুর্ঘটনায় তিনি খুবই মর্মাহত। এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। তাঁর মতে, জীবনের বিনিময়ে জয়ের আনন্দ করা উচিত নয়। খাড়গে ইতিমধ্যেই এই ঘটনা কীভাবে ঘটল, কার গাফিলতির জেরে ঘটনাটি ঘটেছে, সেগুলি পর্যালোচনা করার নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছেন তিনি। এবং হতাহতদের পরিবারকে আর্থিক অনুদা্ন দেওয়ারও নির্দেশ দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।