কলকাতাঃ চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) অন্যতম কেন্দ্র হল মালদা উত্তর। মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা আসনটি গঠিত। সাতটি বিধানসভা কেন্দ্র হল, হাবিবপুর , গাজোল , চাঁচল,হরিশচন্দ্রপুর ,মালতীপুর , রতুয়া ও মালদহ। এক সময় জাতীয় কংগ্রেসের দখলে ছিল এই কেন্দ্রটি। ২০০৯ সালে স্বতন্ত্র লোকসভা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে এই কেন্দ্রটি। মালদহ উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিভক্ত হয়ে যায় এটি। বর্তমানে এই কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে ফের লড়ছেন খগেন মুর্মু। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম। এই লোকসভা কেন্দ্রের ভোট হয়েছে ৭ ই মে।

২০১৪ সাল পর্যন্ত এই কেন্দ্রের ক্ষমতা ছিল কংগ্রেসের হাতে। সে বার ৩ লক্ষ ৮৮ হাজার ৬০৯ ভোটে জিতেছিলেন মৌসম নূর। দ্বিতীয় স্থানে ছিলেন খগেন মুর্মু। যদিও তখন সিপিএমে ছিলেন তিনি। এরপর ২০১৯ সালে এই কেন্দ্রে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় আসে বিজেপি। ৫ লক্ষ ৯ হাজার ৫২৪ ভোটে জেতেন খগেন মুর্মু। আগেরবারের তুলনায় ২২ শতাংশ ভোট বেড়েছিল বিজেপির। এ বারের নির্বাচনে ফের খগেনেই ভরসা রেখেছে বিজেপি। অন্যদিকে তাঁর বিরুদ্ধে লড়ছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে দেবেন না তা বোঝাই যাচ্ছে। শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৪ঠা জুন পর্যন্ত।