নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল গাড়ি। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১১ জন। ঘটনায় শোকপ্রকাশ করে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
জানা গিয়েছে, রবিবার সকালে পৃথ্বীনাথ মন্দিরে যাচ্ছিলেনমোতিগঞ্জ থানা এলাকার সীহাগাঁওয়ের বাসিন্দা প্রহ্লাদ গুপ্তা ও তাঁর পরিবার। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গোন্ডার ইটিয়াথোক এলাকায় খালে পড়ে যায় পুণ্যার্থীদের গাড়িটি। বৃষ্টির কারণে খাল পূর্ণ থাকায় গাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। আহত হন বেশ কয়েকজন। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লেখেন, "এই দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।" অন্যদিকে এই ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী দফতর থেকে ইতিমধ্যেই এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ বাবদ তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা।
যোগীরাজ্যে ভয়াবহ দুর্ঘটনা, খালে পড়ল পুণ্যার্থী বোঝাই গাড়ি, মৃত ১১
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath expressed deep sorrow over the accident in Uttar Pradesh’s Gonda district... https://t.co/3VHRC1fYpK #OmmcomNews
— Ommcom News (@OmmcomNews) August 3, 2025