সারন: সারন বিষ মদ কাণ্ডে (Saran hooch tragedy case) বড়সড় সাফল্য (major breakthrough) পেল বিহার পুলিশ (Bihar Police)। শুক্রবার এই ঘটনার মূলচক্রী (Mastermind) একজন হোমিওপ্যাথি কম্পাউন্ডার (homeopathy compounder)-সহ পাঁচজনকে গ্রেফতার (arrest) করল পুলিশ।
এপ্রসঙ্গে সারনের পুলিশ সুপার সন্তোষ কুমার জানান, এই ঘটনায় রাজ্য পুলিশের (state police) তরফে একটি বিশেষ তদন্তকারী দল (special investigation team) গঠন করা হয়েছিল। তাতে বিষ মদে ৩৮ জনের মৃত্যুর ঘটনার মূলচক্রী একজন হোমিওপ্যাথি কম্পাউন্ডারকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। যেটা করে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে কেমিক্যাল (chemicals) নিয়ে এসে মদ তৈরি করে সারনের মাসরাখে সরবরাহ করা হত। যে কেমিক্যাল দিয়ে বিযাক্ত মদ তৈরি করা হত তার খালি বোতলও বাজেয়াপ্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, "প্রাথমিক তদন্তে জানা গেছে যে হোমিওপ্যাথি মেডিসিন ও চিনি মিশিয়ে ওই হোমিওপ্যাথি কম্পাউন্ডার ও তার সঙ্গীরা বিষ মদ তৈরি করত। তারপর তাদের ভেন্ডার ও সঙ্গীদের সাহায্যে সারন জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মদ সরবরাহ করত।"
জেরায় ধৃতরা হোমিওপ্যাথি মেডিসিন (homoeopathy medicine) ব্যবহার করে বিষাক্ত মদ তৈরির পর তা সারন জেলায় সরবরাহ করার কথা স্বীকার করেছে। এমনকী জানা গেছে, ধৃতদের মধ্যে একজন নিজেও ওই বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। পরে চিকিৎসা করে সুস্থ হয়। সারনের দোইলা এলাকায় ধৃতরা যে বিষাক্ত মদ তৈরি করত সেখানে প্রচুর পরিমাণ মদ তৈরিতে ব্যবহার করা কেমিক্যালের খালি বোতল উদ্ধার হয়েছে। তদন্ত এখনও চলছে।