নতুন দিল্লি, ৪ অক্টোবর: সারা দেশ (India) যখন মহাত্মার (Mahatma Gandhi) ১৫০তম জন্মবার্ষিকী পালনে ব্যস্ত, ঠিক তখনই মধ্যপ্রদেশের‘বাপু ভবন’ (Madhya pradesh's Bapu Bhavan) থেকে চুরি হয়ে গেল জাতির জনকের (Father Of Nation) চিতাভস্ম (Mortal Remains)। শুধু তাই নয়, চুরি করে তাঁর বিশালাকার ছবির (Picture) উপর বড় বড় অক্ষরে ‘দেশদ্রোহী’ (Anti-National) লিখে দিয়ে গেল চোর। মঙ্গলবার মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ঘটেছে এমনই ঘটনা। যা নিয়ে এখন তোলপাড় সারা দেশ। এদিন রেওয়া জেলার লক্ষ্মণবাগের গান্ধী ভবনে দলীয় কর্মীদের সঙ্গে মহাত্মাকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন কংগ্রেস নেতা গুরমিত সিং (Gurmeet Singh)। প্রথম তাঁরই নজরে আসে ঘটনাটি। গুরমিত তখনই থানায় গিয়ে অভিযোগ জানান। ইতিমধ্যেই কংগ্রেস কর্মীরা দুষ্কৃতীদের শাস্তি চেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গান্ধী ভবনের (Gandhi Bhavan) সামনে।
সংবাদমাধ্যমকে গুরমিত বলেন, ‘‘গান্ধীর খুনি নাথুরাম গডসের প্রেমিকরাই এই অপকর্ম করেছে। আমরা আশা করছি, পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’’এদিকে পুলিশ (Police) সূত্রে খবর, কংগ্রেস নেতা গুরমিতের অভিযোগ পেয়েই ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (খ) , ৫০৪ ও ৫০৫ নং ধারায় দুষ্কৃতীদের বিরুদ্ধে তদন্ত (Investigation) শুরু করা হয়েছে। রেওয়া জেলার পুলিস সুপার আবিদ খান (Police Super Abid Khan) সংবাদ সংস্থাগুলিকে (Media) বলেন, ‘‘আমরা গান্ধীভবনের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সংগ্রহ করেছি। গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।’’এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছেন। আরও পড়ুন- Durga Puja 2019: এক সপ্তাহ নয়, ২০২০তে মহালয়ার একমাস পর দুর্গাপুজো!
বাপু ভবনের তত্ত্বাবধায়ক মঙ্গলদীপ তিওয়ারি (Mangaldeep Tiwari) জানান, "বুধবার মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে খুব সকালে দরজা খোলা হয়। রাত এগারোটার দিকে আমি ফিরে আসার সময় গান্ধীর দেহভস্ম হারিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারি। আর তার পোস্টার রঙ মাখানো অবস্থায় দেখতে পাই।"