মহাশয় ধরমপাল গুলাতি (Photo: Twitter)

নতুন দিল্লি, ৩ ডিসেম্বর: প্রয়াত হলেন আইকনিক মশলা ব্র্যান্ড এমডিএইচ-র  (MDH) কর্ণধার মহাশয় ধরমপাল গুলাতি (Dharampal Gulati)। বৃহস্পতিবার  সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। কয়েক দিন আগে দিল্লির মাতা চানন দেবী হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে তাঁর অবস্থার অবনতি ঘটে এবং বৃহস্পতিবার সকালে তিনি প্রয়াত হন।

ধরমপাল গুলাতিকে 'দাদাজি' এবং 'মহাশয়জি' বলা ডাকা হত। তিনি ১৯৩৩ সালে পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণ করেছিলেন, ধর্মপাল গুলাতি শিয়ালকোটে তাঁর বাবার মশলার ব্যবসায় যোগদান করেছিলেন।

দেশ বিভাগের পরে তিনি ভারতে চলে আসেন এবং দিল্লির করোলবাগে একটি দোকান খোলেন। করোলবাগের দোকান থেকে ধরমপাল গুলাতি ভারতের অন্যতম শীর্ষ মশলা প্রস্তুতকারক এমডিএইচ তৈরি করেছিলেন। ২০১৯ সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে পদ্মভূষণ পুরষ্কার পেয়েছিলেন তিনি।