মারাঠা সংরক্ষন (Maratha Reservation) ইস্যুতে সর্বদলীয় বৈঠকে সম্মতি পাওয়া গেছে বলে জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। বুধবার সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্তের পরই এই কথা জানান তিনি।
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান,"সর্বদলীয় বৈঠকে সবাই রাজি হয়েছেন যে মারাঠা সম্প্রদায়ের সংরক্ষনের প্রয়োজন রয়েছে। এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সংরক্ষন আইন মেনেই করা হবে এবং অন্যান্য সম্প্রদায়ের ওপর অবিচার করা হবে না। "
এর পাশাপাশি সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শিন্ডে। বিভিন্ন দল থেকে প্রায় সব নেতারাই এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন।
যদিও শিবসেনার (Sivsena) তরফে সঞ্জয় রাউত জানিয়েছেন যে তাদের দলের সাংসদ বা বিধায়কদের এই আলোচনার জন্য আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি।
এদিকে মনোজ জারাঙ্গি নামের এক সমাজসেবী মারাঠা সংরক্ষন ইস্যুতে প্রায় ১ সপ্তাহ ধরে অনশনে রয়েছেন। যদিও মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর মঙ্গলবার তিনি জলপান করেছেন বলে জানা যাচ্ছে।
মারাঠা সংরক্ষন ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত মহারাষ্ট্র। পুনেতে (Pune) বিক্ষোভ থেকে শুরু করে বিড় জেলায় বেশ কিছু রাজনৈতিক নেতাদের বাড়িতে ও কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতির গুরুত্ব পর্যালোচনা করে অবশেষে সর্বদলীয় বৈঠকের ডাক দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
'Unanimous support for Maratha reservation', informs Maharashtra CM Shinde after all-party meeting
Read @ANI Story | https://t.co/l12JPgRmpL#MarathaReservation #Maharashtra #EknathShinde pic.twitter.com/Z7lSSw1DTg
— ANI Digital (@ani_digital) November 1, 2023