Representational Image Credit: Pixabay

মুম্বই, ২ এপ্রিল: মোবাইল (Mobile) জলে ফেলে দেওয়ায় এক মহিলাকে খুন করল কিশোর। ১৩ বছর বয়সী ওই কিশোর বাকবিতণ্ডার মাঝে ৪১ বছরের এক মহিলার দিকে পাথর ছুঁড়ে আঘাত করে। এরপর ওই পাথরের আঘাতেই মৃত্যু হয় সংশ্লিষ্ট মহিলার। মহারষ্ট্রের (Maharashtra) জলনা জেলায় (Jalna District) এমনই এক নৃশংস খুনের ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। যেখানে বছর ৪১-এর ওই মহিলা ক্ষেতে কাজ করতে গেলে, সেখানে ওই কিশোর হাজির হয়। বছর ১৩-র কিশোর ক্ষেতে জমির জল আটকাচ্ছিল বলে অভিযোগ করেন মহিলা। যে ঘটনায় ওই কিশোরকে তিনি নিষেধ করেন অনেকবার। বার বার নিষেধ করা সত্ত্বেও ওই কিশোর কথা শোনেনি। ফলে ওই মহিলা সংশ্লিষ্ট কিশোরের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তা ক্ষেতের জলে ছুঁড়ে ফেলে দেন।

আরও পড়ুন: Bride Hires Contract Killer To Murder Groom: বাগদানের পর বেগড়বাই কনের, হবু বরকে খুন করতে বিপুল টাকা দিয়ে ভাড়াটে খুনি জোগাড়, অপরাধীর খোঁজ পেতেই চরম কাণ্ড তরুণীর

এরপরই ওই কিশোর প্রবল আক্রোশে সংশ্লিষ্ট মহিলার দিকে তেড়ে যায়। শেষে ওই মহিলার দিকে পাথর ছুঁড়ে মারে সে। পাথরের আঘাতে মৃত্যু হয় ওই মহিলার। পাথরের আঘাতে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। এরপর ওই মহিলার দেহ চাষের ক্ষেতে রেখে পালিয়ে যায় ১৩ বছরের কিশোর।

দুর্ঘটনার পর ওই কিশোরকে মাঠের জমি দিয়ে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেন স্থানীরা। যা তাঁরা পুলিশকে জানান ঘটনার বিষয়ে। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে তদন্ত শুরু করে। এরপর ওই কিশোরকে পাকড়াও করে পুলিশ জেরা শুরু করে। পুলিশে জেরায় বছর ১৩-র ওই কিশোর মহিলাকে খুনের ঘটনা স্বীকার করে।

পুলি গোটা ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে। কোন পরিস্থিতিতে ওই কিশোর মহিলাকে পাথর মেরে খুন করে, সই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে।