Chicken, Representational Image (Photo Credit: File Photo)

মুম্বই, ১১ মার্চ: মহারাষ্ট্র্রের (Maharashtra) চন্দ্রপুর থেকে এক ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এল। চন্দ্রপুরে পুলিশের(Police) প্রশিক্ষণ সদ্য সমাপ্ত করা ৪১ জন সদস্য খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে খবর। খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়া ৪১ সদস্যকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে মুক্ত করা হয়েছে।  তবে ৩ জনকে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত।

রিপোর্টে প্রকাশ, রবিবার দুপুরে চন্দ্রপুরে পুলিশের ক্যান্টিনের খাবার খান প্রায় ২০০ জন। খাওয়ার পরপরই ৪১ জন হঠাৎ করে বমি শুরু করেন।  অবস্থা হাতের মুঠোর বাইরে চলে যাচ্ছে দেখে, অসুস্থদের জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হাসপাতালে অসুস্থদের ভর্তির পর প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুপুরের খাবারে মুরগির মাংস থেকে বিষক্রিয়া হয়েছে। তবে অসুস্থের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।