মুম্বই, ৪ অক্টোবর: অনলাইনে পরিচয়। অনলাইনে পরিচয়ের পর মহিলা বন্ধুকে মুম্বই থেকে মহারাষ্ট্রের ছত্রপতি সাম্বাজি নগরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সমীর সেলিম শেখ নামে ওই যুবক অনলাইনে বন্ধুত্ব করে এক তরুণীকে মুম্বই থেকে ছত্রপতি সাম্বাজি নগরে নিজের গ্রামে নিয়ে যায়। এরপর সেখানে গেলে, ওই মহিলার জিনিসপত্র হাতিয়ে, তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওলা পার্টি নামে একট অ্যাপের মাধ্যমে বছর ২৪-এর ওই তরুণীর সঙ্গে সমীর সেলিম শেখের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরেই তরুণীকে গ্রামে ডেকে, তারপর লুটপাঠ চালায় সেলিম। শুধু তাই নয়, এরপর তাঁকে ধর্ষণও করা হয় বলে অভিযোগ।
শুধু তাই নয়, ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেলিম তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হয়। ঘনিষ্ঠতার সেই ভিডিয়ো মোবাইলে রেকর্ড করে, সংশ্লিষ্ট তরুণীকে ভয় দেখাতে শুরু করে সেলিম। এমনকী, ওই তরুণী মুখ খুললে, ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হবে বলেও ব্ল্যাকমেইল করতে শুরু করে অভিযুক্ত। ফলে সাম্বাজি নগর থেকে মুম্বইতে ফিরেও প্রথমে ওই তরুণী মুখ খোলেনি ভয়ের চোটে। শেষে বিরক্ত হয়ে ওই তরুণী পুলিশের দ্বারস্থ হলে, অভিযুক্তর খোঁজ শুরু হয়। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি দারায় দায়ের করা হয় অভিযোগ।
যদিও সেলিমকে পুলিশ এখনও ধরতে পারেনি। জোর কদমে চলছে খোঁজ।