মুম্বই, ১৫ জুন: ক দিন আগে গোটা দেশে দৈনিক করোনা আক্রান্ত দু হাজারের কাছাকাছি ছিল। সেখানে এখন শুধু মহারাষ্ট্রেই দৈনিক কোভিড আক্রান্ত চার হাজার ছাড়িয়ে গেল, যেখানে এখন দেশের দৈনিক করোনা সংক্রমম ৮ হাজার ৮০০-র কাছাকাছি । মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪ হাজার ২৪ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে আবার ৪জন আক্রান্তের নমুনায় বিএ.৫ প্রজাতির সন্ধান মিলেছে। তাঁরা পুণের বিজে মেডিক্যাল কলেজে ভর্তি। করোনার কারণে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে করোনায় মৃত্যুর হার দাঁড়াল ১.৮৬ শতাংশ।
মহারাষ্ট্রে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৯ হাজার ২৬১ জন। কয়েক সপ্তাহ আগে গোটা দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা যেখানে ১৪ হাজারের কাছাকাছি ছিল। আশঙ্কার মাঝে ভাল খবর হল গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৩ হাজার ২৮ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে কোভিডে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৮৯ শতাংশ। আর আক্রান্তদের বেশিরভাগই উপসর্গহীন এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন হচ্ছে না। আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী কে? মতামত জানতে মমতা, মল্লিকার্জুন ও অখিলেশের সঙ্গে কথা রাজনাথ সিংয়ের
দেখুন টুইট
Maharashtra reports 4024 new #COVID19 cases, 3028 recoveries and 2 deaths in the last 24 hours. Active cases 19,261
According to the latest report of BJ Medical College, Pune, 4 patients of BA.5 variant have
been reported in the state. pic.twitter.com/9MN2E4NvmT
— ANI (@ANI) June 15, 2022
করোনার দ্বিতীয় ঢেউটা একেবার খারাপভাবে আছড়ে পড়েছিল মহারাষ্ট্রে। প্রশাসন তাই বাড়তি সতর্ক।
এদিকে, ফের বাড়ল সংক্রমণ। একদিনে প্রায় ২ হাজার আক্রান্তের সংখ্যা বেড়েছে। মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হয়েছেন ৮ হাজার ৮২২ জন। একই দিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ৭১৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ১৫ জন। অ্যাক্টিভ কেস ৫৩ হাজার ৬৩৭।