নয়াদিল্লিঃ মুম্বই (Mumbai) মানেই বর্ষা (Monsoon)। মায়ানগরীর বর্ষা বেশ চর্চিত একটি বিষয়। তবে মুম্বইয়ের বর্ষার আরও একটি দিকও রয়েছে। যা ক্রমে নাজেহাল করে দিচ্ছে মুম্বইবাসীকে। নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের(Maharashtra) জনজীবন। জলমগ্ন রাজ্যের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় পুনে(Pune)। ভারী বৃষ্টির (Heavy Rain) জেরে পুনের সিংহগড় রোডের ২৫ টি আবাসনে জল ঢুকেছে। আটকে পড়েছেন প্রায় ১ হাজার মানুষ। ৪০ টি মোটর সাইকেল এবং ৫ টি গাড়ি জলে ভেসে গিয়েছে বলে খবর। বন্যায় প্লাবিত হয়েছে বেশকিছু এলাকা। জলে ভাসছে মুম্বই। রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার কারণে ব্যাহত যান চলাচল। ঘরবন্দি মানুষ। বৃষ্টির প্রভাব পড়েছে মুম্বইয়ের রেল পরিষেবায়। রেল লাইনে জমেছে জল। যার ফলে ব্যাহত রেল চলচল। সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।
দেখুন ভিডিয়ো
Maharashtra: Due to heavy rain in Pune, several areas of the city have been inundated. Approximately 1,000 people are trapped in 25 societies on Sinhgad Road. Reports indicate that 40 two-wheelers and five cars have been swept away. Some areas in Baner are also flooded pic.twitter.com/l4MJYIMBlM
— IANS (@ians_india) July 25, 2024