আজ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। মহারাষ্ট্রে এক দফায় ২৮৮টি আসনে ভোট নেওয়া চলছে অন্যদিকে ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় ৩৮টি আসনে ভোট হচ্ছে। এছাডা়ও উত্তরপ্রদেশ, পাঞ্জাব, কেরল এবং উত্তরাখণ্ডের ১৫টি আসনে উপনির্বাচনের ভোটও নেওয়া হচ্ছে। ২৩ নভেম্বর সবের ভোট গণনা হবে। মহারাষ্ট্রে মহাযুতি জোট এবং মহা বিকাশ আঘাদি (এমভিএ) এর নেতাদের মধ্যে যেমন তীব্র লড়াই তেমনি ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের সঙ্গে লড়াই এন ডি এ-র। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন যে নির্বাচনী ফলাফল নির্ধারণে স্থানীয় কারণগুলিরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, শেষ হবে সন্ধ্যা ৬টায়। এরই মধ্যে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণের হার প্রকাশ করল নির্বাচন কমিশন।
47.92% voter turnout recorded till 1 pm in the second and final phase of #JharkhandElection2024
32.18% recorded till 1 pm in #MaharashtraElection2024 pic.twitter.com/R7JBClBCr2
— DD News (@DDNewslive) November 20, 2024
লোকসভার নির্বাচনের মত বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে এখনও ধীরগতিতে ভোট চলছে। দুপুর ১টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে ৩২.১৮ শতাংশ। অন্যদিকে সকাল থেকেই ঝাড়খণ্ডে ভোট চলছে বেশ ভাল। দুপুর ১টা পর্যন্ত ঝাড়খণ্ডে ৪৭.৯২ শতাংশ ভোট পড়েছে।