ডাকাতি/ প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

সাতারা, ৭ জুলাই: পিপিই স্যুট (PPE Suits) পরে সোনার দোকানে লুঠপাট চালায় দুষ্কৃতীরা (Robbers)। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) সাতারা (Satara) জেলায়। পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ দেখে জানায়, দুষ্কৃতীরা দোকানের শোকেজ, আলমারি থেকে সমস্ত গয়না চুরি করে। পিপিই স্যুট পরে থাকায় তাদের সনাক্ত করতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে।

এনডিটিভি-র খবর অনুযায়ী, দু'দিন আগের লুঠপাটের ভিডিওটিতে এও দেখা যায়, দুষ্কৃতীরা মাস্ক, প্লাষ্টিক জ্যাকেট, মাথায় টুপি ও হ্যান্ড গ্লাভস পরে দোকান ঢোকে। ঘটনাটি ঘটার পরদিন সোনার দোকানের মালিক পুলিশে অভিযোগ দায়ের করেন। তিনি জানান, দুষ্কৃতীরা তাঁর দোকানের ৭৮ ভরি অর্থায় ৭৮০ গ্রাম সোনা নিয়ে পালায়, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। তিনি আরও জানান, দুষ্কৃতীরা দোকানের দেওয়াল ভেঙে ভিতরে ঢোকে।

আরও পড়ুন, আগামী ৫ বছরে গ্রামবাংলার ২ কোটি মানুষের ঘরে পৌঁছবে পানীয় জল, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

এই ঘটনায় আতঙ্কিত অনেকেই। পিপিই কিটকে দুষ্কৃতীরা এভাবে ব্যবহার করলে তা ভয়ানক হতে পারে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। আশপাশে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।