Photo Credits: ANI

দীর্ঘ অনশনের পর অবশেষে দাবি মেটার পর নিজের অনশন তুলে নিলেন মারাঠা সংরক্ষনের জন্য আন্দোলন করা মনোজ জারাঙ্গে (Manoj Jarange)। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করার পর নিজের অনশন তুলে নেন জারাঙ্গে।

মুখ্যমন্ত্রীর হাতে ফলের রস খেয়ে নিজের অনশন তোলেন মারাঠা সংরক্ষনের হয়ে আন্দোলন করা মনোজ জারাঙ্গে। ৪০ বছর বয়সী এই আন্দোলনকারী শুক্রবার থেকে আজাদ ময়দানে নিজের অনশন শুরু করেন।যদিও সরকারের তরফে বিভিন্ন বার আলোচনা করা হয় শুক্রবার সংরক্ষনকে নিয়ে। শুক্রবার রাতে একটি অধ্যাদেশ নিয়ে একটি দল মনোজা জারাঙ্গে কাছে যান। শনিবার জারাঙ্গের পক্ষ থেকে ঘোষণা করা হয় য়ে অনশন সে ভঙ্গ করছে কেননা সরকার তাদের দাবি মেনে নিয়েছে।

সরকার একটি নোটিফিকেশন জারির মাধ্যমে সমস্ত মারাটাদের কুনবি(Kunbi) সম্প্রদায়ভুক্ত করেছেন যাদের কুনবি জাতিগত শংসাপত্র পাওয়া গেছে। কুনবি অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে পড়া একটি জাতি। এছাড়া যতক্ষন পর্যন্ত না সংরক্ষন চালু হচ্ছে ততদিন সমস্ত মারাঠাদের শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করানোর দাবি জানান মনোজ জারাঙ্গে।