মম্বই, ৭ অগাস্ট: মহারাষ্ট্রে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সব কটি আসনের ফলাফল সামনে এল। গত কয়েকটা দিনের মধ্যে মহারাষ্ট্রের রাজনীতিতে বড় ঝড় বয়ে গিয়েছে। শিবসেনায় বড় ভাঙন, উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তারপর বিজেপি-র সমর্থন নিয়ে শিব সেনার বিদ্রোহী একনাথ শিন্ডের মহারাষ্ট্রের গদিতে বসা। মাত্র ক দিনে মহারাষ্ট্র রাজনীতিতে অনেক কিছু বদলে গিয়েছে। একনাথ শিন্ডে ক্ষমতায় বসার পর রাজ্যের প্রথম বড় নির্বাচনে একক বৃহত্তম দল হল বিজেপি। মহারাষ্ট্রের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ২৭১টি আসনের মধ্যে বিজেপি পেল ৮২টি, এনসিপি ৫৩টি, কংগ্রেস পেল ২২টি। সেখানে উদ্ধব ঠাকরের শিবসেনার চেয়ে একনাথ শিন্ডের সেনা বেশি আসন পেল।
উদ্ধবরা পেলেন ২৭টি, সেখানে একনাথ সিন্ডেরা জিতলেন ৪০টি-তে। আম আদমি পার্টি ১টি আসনে জয় পেল, নির্দল সহ অন্যান্যরা জিতল ৪৬টি-তে। আরও পড়ুন-এবার মোদী রাজ্যে দিল্লি মডেলের প্রতিশ্রুতি কেজরির, গুজরাটে জিতলে বিনামূল্যে বিদ্যুৎ দেবে আপ
দেখুন টুইট
Maharashtra Gram Panchayat Polls: Final Results (271/271)
▪️BJP: 82
▪️NCP: 53
▪️SS (Shinde): 40
▪️SS (Uddhav): 27
▪️Congress: 22
▪️AAP: 01
▪️OTH: 46#Maharashtra
— Democracy Times Network (@TimesDemocracy) August 7, 2022
মোট কথায় রাজ্যের গ্রামাঞ্চলের ভোটে বিজেপি+শিন্ডে সেনারা জিতল ১২২টি আসনে, সেখানে কংগ্রেস, এনসিপি, উদ্ধব ঠাকরের শিব সেনার মহাজোট পেল ১০২টি আসনে। ৪৬জন জয়ী নির্দলের মধ্য়ে বেশিরভাগই কংগ্রেস ও এনসিপি-তে টিকিট না পেয়ে দাঁড়ানো প্রার্থীরা আছেন। বিজেপি একক বৃহত্তম দল হলেও, ক্ষমতা থেকে সরেও মহাআগড়ি জোট যথেষ্ট লড়াই করল।