উদ্ধব ঠাকরে Uddhav Thackeray

মুম্বই, ২৯ জুন: মহারাষ্ট্রে (Maharashtra) করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অব্যাহত, তাই ৩১ জুলাই পর্যন্ত লকডাউন (Lockdown) বাড়ালো সরকার। দীর্ঘদিন ধরে দেশে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা এই রাজ্যই। এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব ঠাকরের সরকার। জানানো হয়েছে, মুম্বই ও শহরতলিতে এই সময়কালে নিত্য প্রয়োজনীয় নয়, এমন গতিবিধি নিয়ন্ত্রিত থাকবে।

জরুরি পরিষেবা, স্বাস্থ্য ও চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা, ১৫% কর্মী নিয়ে পুলিশ, ১০% কর্মী নিয়ে বেসরকারি অফিসগুলি পরিষেবা দেবে। এই নয়া নির্দেশিকার নাম দেওয়া হয়েছে 'মিশন বিগিন এগেইন'। উদ্ধব ঠাকরে সকলকে লকডাউনের নির্দেশিকা মেনে চলার আর্জি জানিয়েছেন। মুম্বই পুলিশ মুম্বইকারদের বাড়ির ২ কি.মি বেশি দূরে যেতে নিষেধ করেছে। বাড়ির আশেপাশের দোকান, বাজার, সেলুন ব্যবহারের আর্জি জানিয়েছে। পাশাপাশি মাস্ক পরা, সোশ্যাল ডিসট্যানসিং ও পার্সোনাল হাইজিন মেনে চলার বিষয়গুলিও বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। শুধুমাত্র যারা অফিস ও অন্যান্য জরুরি পরিষেবার কাজে যাতায়াত করছেন, তাদের ছাড় দেওয়া হয়েছে। আরও পড়ুন, একদিনে আক্রান্ত সর্বাধিক, ভারতে করোনাভাইরাস রোগীর সংখ্যা ৫ লক্ষ ৫০ হাজার ছুঁই ছুঁই

মহারাষ্ট্রে করোনার মৃত্যু মিছিলে শামিল ৭ হাজার ৪২৯ জন। শুধুমাত্রে পুণেতেই মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মুম্বইতে রবিবার ৮৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশের বাণিজ্য নগরীতে মৃতের সংখ্যা বেড়ে হল ৪ হাজার ৩৭১ জন। শুধু মুম্বইতে মোট আক্রান্ত ৭৫ হাজার ৫৩৯ জন। এর আগে, ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন বৃদ্ধির কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার নবান্নে সর্বদলীয় বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।