ধূমপান/ প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মুম্বই, ২৭ সেপ্টেম্বর: ধূমপায়ীদের জন্য দুঃখের খবর! চাইলেই আর পাওয়া যাবে না খুচরো সিগারেট (Cigarette) ও বিড়ি (Beddi)। কিনতে হবে গোটা প্যাকেটটাই। গোটা রাজ্যে খুচরো সিগারেট, বিড়ি কেনায় নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র সরকার (Maharashtra Government)। এই পদক্ষেপে ক্ষুব্ধ ক্রেতা, বিক্রেতা দু'পক্ষই। কোনও বিক্রেতাকে খুচরো সিগারেট বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।

খুচরো সিগারেটে বিধিবদ্ধ সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বার্তা থাকে না তাই নিষিদ্ধ করা হয়েছে। সচিত্র সিগারেট, বিড়িতে এই নিষেধাজ্ঞা দেওয়া থাকে। তাই প্যাকেট ধরেই বিক্রি করতে হবে। মহারাষ্ট্র সরকারের নির্দেশিকা অনুযায়ী, সিগারেট, বিড়ি-সহ অন্যান্য তামাকজাত পণ্য খুচরো বিক্রি করা যাবে না। আরও পড়ুন, করোনা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল

কেন্দ্রের মতে, খুচরো বিড়ি এবং সিগারেটে কোনও সতর্কমূলক ছবি যেহেতু ধূমপায়ীরা দেখতে পায় না, তাই তাদের তামাকজাত দ্রব্য সেবন করার ঝুঁকি সম্পর্কে জানতে পারে না। সিগারেট বা বিড়ির প্যাকেটে স্বাস্থ্য সতর্কতামূলক বার্তা থাকে তা সম্পর্কে জানাতেই প্যাকেটে এই বার্তা থাকে। ক্রেতা, বিক্রেতারা এতে ক্ষুব্ধ হলেও চিকিৎসকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এরফলে তামাকজাত পণ্য সেবন খানিকটা হলেও কমতে পারে বলে আশা করছেন চিকিৎসকরা।