নয়াদিল্লিঃ বিতর্কের মাঝেই বন্ধ হয়ে গেল মহারাষ্ট্রের এমএলএ হস্টেলের ক্যান্টিন (Maharashtra MLA Hostel Canteen)। হস্টেলের ক্যান্টিনের লাইসেন্স সাসপেন্ড করল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন()। সম্প্রতি ক্যান্টিনের বিরুদ্ধে 'পচা বাসি খাবার' দেওয়ার অভিযোগ তোলেন শিবসেনার বিধায়ক শিবসেনার বিধায়ক। ওই ক্যান্টিনের এক কর্মীকে মারধরের অভিযোগও ওঠে শিবসেনা বিধায়কের বিরুদ্ধে। এই নিয়ে শুরু হয় বিতর্ক। কর্মীকে মারধর করার কথা স্বীকার করেন বুলধানা কেন্দ্রের বিধায়ক।
বন্ধ হয়ে গেল মহারাষ্ট্রের এমএলএ হোস্টেলের ক্যান্টিন
এই ঘটনা নিয়ে যখন তুঙ্গে রাজনৈতিক চাপানউতর তখন ই ক্যান্টিনে অভিযান চালায় মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন। বুধবার গোটা দিনভর ওই ক্যান্টিনে নানা পরীক্ষানিরীক্ষার পর আকাশবাণী এমএলএ হস্টেলের ক্যান্টিনের লাইসেন্স বাতিল করা হয়। ক্যান্টিনে খাদ্য সুরক্ষাবিধি ঠিক মতো মানা হয়নি বলেই দাবি তদন্তকারীদের। ক্যান্টিন থেকে ১৬ রকম খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। খাবারের নমুনার পরীক্ষার ফল পাওয়া যাবে আগামী ১৪ দিনের মধ্যে। ক্যান্টিন পরিদর্শন প্রসঙ্গে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন জানায়, ক্যান্টিনের খাবারের বিষয়ে কোনও লিখিত অভিযোগ পৌঁছয়নি তাদের কাছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে সেখানে হানা দেন তাঁরা।
বিতর্কের মাঝে তালা ঝুলল মহারাষ্ট্রের এমএলএ হস্টেল ক্যান্টিনে
The Maharashtra Food and Drugs Administration (FDA) on Wednesday (July 9, 2025) evening suspended the licence of the caterer which operates the canteen at the Akashwani MLA hostel in Mumbai, where a staffer was assaulted by a Shiv Sena legislator for allegedly serving stale food.… pic.twitter.com/CkBVp3LF6C
— The Hindu (@the_hindu) July 10, 2025