মুম্বই, ২৪ জুলাই: ভয়াবহ বৃষ্টিপাতের ফলে ব্যাপক দুর্যোগের মুখোমুখি মহারাষ্ট্র (Maharashtra)। একাধিক জেলায় ভূমিধসে (Landslide)এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩০ জনের মতো। জলের তলায় ডুবে একাধিক জেলা। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যুসংখ্যা। মহারাষ্ট্রের সাঙলী, রায়গড়ে বন্যা পরিস্থিতি। বৃহস্পতিবার রায়গড় জেলার তালাই গ্রামে ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে ৩৮ জনের। নিখোঁজ এখনও বহু।
বন্যা (Flood)-ভূমিধসে কারও বাড়ি জলের তোরে ভেসে গিয়েছে, কারও বাড়ি ভেঙে পড়েছে। ভয়াবহ সঙ্কটকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারানোদের পরিবারকে অর্থসাহায্যের কথা ঘোষণা করেন। সাহায্যের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নৌসেনা বাহিনী, উপকূলরক্ষী বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী বিধ্বস্ত জেলাগুলিতে উদ্ধারকাজ চালাচ্ছে। আরও পড়ুন, নিম্নচাপের ফলে সারারাত ভাসানোর পর সকালেও চলছে বৃষ্টি, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যে
Maharashtra | According to the Relief and Rehabilitation Department, 76 people and 75 animals have died due to floods. A total of 38 people were injured and 30 people are missing. 90,000 people have been evacuated from the flood-hit areas
(Visual from Sangli and Raigad) pic.twitter.com/DeoY8kviPP
— ANI (@ANI) July 24, 2021
Maharashtra | Sangli affected due to flooding following incessant rains in the region
We demand compensation of Rs 4 lakhs each for those who lost houses in floods and Rs 1 lakh each for fruit farmers: BJP MLC Sadashiv Khot pic.twitter.com/VKFTsLLBtQ
— ANI (@ANI) July 24, 2021
মহারাষ্ট্রের প্রশাসনের খবর অনুযায়ী, সাঙলী ও রায়গড় এলাকা থেকে ৯০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে আজ ফোন করে বন্যা ও ধস কবলিত এলাকাগুলির খোঁজ নেন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চান। এবছরের মতো ভয়াবহ বৃষ্টিপাত রাজ্যবাসী আগে দেখেননি বলে জানা যাচ্ছে। ভূমিধস ও বন্যার কবলে পরে প্রতিদিন বাড়ছে মৃত্যুসংখ্যা।