Eknath Shinde: ভোটপ্রচারে নাসিকে যেতেই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পথ আটকালো নির্বাচন কমিশন! সঞ্জয় রাউতের অভিযোগের ভিত্তিতে ব্যাগ চলল তল্লাশি

রাজ্যসভার সাংসদ তথা উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) সম্প্রতি অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রীর একনাথ শিন্ডে (Eknath Shinde) ভোটপ্রচারের সময় ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছেন। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে একনাথের পথ আটকালেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে মুখ্যমন্ত্রী সঙ্গে থাকা ব্যাগগুলিও খুলে তল্লাশি চালান অফিসাররা। যদিও ব্যাগগুলিতে জামাকাপড়, গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছাড়া আর কিছুই পাননি তাঁরা।

জানা যাচ্ছে, এদিন নাসিকে পঞ্চবতীতে নির্বাচনী প্রচারে গিয়েছেন একনাথ শিন্ডে। তিনি হেলিকপ্টার থেকে নামার পরেই অস্থায়ী  হেলিপ্যাডে চলে আসেন কমিশনের অফিসাররা। তারপর কপ্টারের ভেতর থেকে একটি ব্যাগ এবং একটি ট্রলি নিয়ে রাস্তায় ফেলেন। তারপর সেগুলি খুলে তল্লাশি করেন তাঁরা। যদিও কিছু না মেলায় আবার সেগুলি হেলিকপ্টারে তোলা হয়। গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল কর্মী সমর্থকদের মধ্যে।

সঞ্জয়ের পক্ষ থেকে এই অভিযোগ ওঠার পরেই একনাথ বলেছিলেন,"আমি যেখানেই ভ্রমণ করি সেখানেই আমি ব্যাগ নিয়ে যাই। আর তারমধ্যে শুধু জামাকপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। একনাথ যা করেন তা সকলের সামনে করেন। আমি কোনও কিছু লোকাই না। যেকোনও সময়ে আমার জিনিসপত্র তল্লাশি করে দেখে নিতে পারেন"।