Arrested (Photo Credits: Pixabay/ Representational Image)

পুনে: মোষের বাচ্ছাকে (Buffalo calf) ধর্ষণের (rape) অভিযোগে ধরা পড়ল ৩৮ বছরের এক ব্যক্তি। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পুনে (Pune) শহরে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি তুলেছেন সবাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার পুনে শহরের ডেকান (Deccan) এলাকা দিয়ে যাওয়ার সময় একজন দেখতে পান একটি মোষের বাচ্ছাকে এক ব্যক্তি ধর্ষণ করছে। এই দেখেই ওই ব্যক্তিকে আঘাত করেন রাস্তা দিয়ে যাওয়া ওই পথচারী (Passersby)। তারপর পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে অচৈতন্য (unconscious) অবস্থায় উদ্ধার করে সাসুন (Sassoon) জেনারেল হাসপাতালে ভর্তি করে। ধৃতের বয়স ৩৮ এবং সে নেপালে (Nepal) থেকে এসেছে বলে খবর।

এপ্রসঙ্গে ডেকান পুলিশ স্টেশনের একজন সিনিয়র আধিকারিক জানান, স্থানীয়দের দেওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে ওই ব্যক্তির নামে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা ও পশু নির্যাতনের নির্দিষ্ট ধারা অনুযায়ী এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। যে পথচারী ওই ব্যক্তিকে মেরে অজ্ঞান করে দিয়েছিলেন তিনিও অভিযুক্তকে শনাক্ত করেছেন। বর্তমানে অভিযুক্তর হাসপাতালে চিকিৎসা চলছে। সেখান থেকে ছাড়া পেলেই তাকে গ্রেপ্তার করা হবে।