মুম্বই, ৪ জুলাই: আস্থা ভোটে জিতে মসনদ পাকা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (CM Eknath Shinde)। সোমবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জিতলেন ১৬৪-৯৯। মুখ্যমন্ত্রী হওয়ার তিনদিনের মধ্যে আস্থা ভোটে জিতে বাজিমাত করলেন শিন্ডে। অন্যদিকে, কংগ্রেস-এনসিপি-উদ্ভব ঠাকরেকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা এদিন পুরোপুরি সফল হল বিজেপি-র। গতকাল, রবিবার স্পিকার নির্বাচনেও একনাথ শিন্ডে-বিজেপি শিবির ১৬৪টি ভোট পেয়েছিল। একদিন পর সেটা আস্থা ভোটেও ধরে রাখলেন একনাথ শিন্ডে।
শিবসেনায় উদ্ভব ঠাকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দলের অধিকাংশ বিধায়ককে গুয়াহাটির হোটেলে রেখে বিজেপি-র সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন একনাথ শিন্ডে।
দেখুন টুইট
Maharashtra CM Eknath Shinde wins the trust vote by a 164-99 margin, 3 members abstained from voting. pic.twitter.com/ZbaM54n1fd
— ANI (@ANI) July 4, 2022
গত বৃহস্পতিবার উদ্ভব ঠাকরের পদত্যাগের পর একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রীর পদে বসেন। একনাথের ডেপুটি হন বিজেপি-র দেবেন্দ্র ফদনবীশ।
দেখুন টুইট
Eknath Shinde got 164 votes in his favour during trust vote in the Assembly. Now votes against the trust vote will be counted from the opposition benches.#Maharashtra
— ANI (@ANI) July 4, 2022
গতকাল, রবিবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীক ১৬৪-১০৭ ভোটে বড় জয়ের পর আজ আস্থা ভোটে শিন্ডের জয় নিয়ে তেমন সন্দেহ নেই। উদ্ভব ঠাকরের শিবসেনা, কংগ্রেস, এনসিপি-ও আস্থা ভোট নিয়ে তেমন আশা দেখছিলেন না। হলও তেমনটা। আরও পড়ুন:
Himachal Pradesh: সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১০
দেখুন টুইট
Maharashtra Assembly | Trust vote propsped by BJP's Sudhir Mungantiwar & Shiv Sena's Bharat Gogawale. After voice vote, on proposal of trust vote, opposition demands a division of vote
Speaker allows the demand & begins the division of votes, asks members to stand for head count pic.twitter.com/lYP2afAzx0
— ANI (@ANI) July 4, 2022
এদিন সকালে মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের কথা সুপারিশ করেন বিজেপি-র সুধীর মুনগানতিওয়ার এবং শিবসেনার ভত গোগাওয়ালে। ধ্বনি ভোটের পর, আস্থা ভোটের কথা প্রস্তাব করা হয়। আস্থা ভোটের আগে মহা বিকাশ আগোড়ি (মহাজোট)-র প্রধান তথা এনসিপি-র প্রতিষ্ঠাতা শরদ পওয়ার জানান, ৬ মাসের মধ্যে পতন হবে একনাথ শিন্ডে সরকারের।