আজ মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। রাজ্যের মোট ২৮৮ টি বিধানসভা আসনের জন্য এক দফায় আগামী ২০ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর জানানো হয়েছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর এবং মনোনয়ন পরীক্ষা করা হবে ৩০ অক্টোবর।প্রার্থীরা চাইলে ৪ নভেম্বরের আগে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
মহারাষ্ট্রে মোট ২৮৮টি আসনের মধ্যে ২৩৪টি সাধারণ নির্বাচনী এলাকা রয়েছে।এছাড়া ২৫টি ST আসন এবং ২৯টি SC আসন রয়েছে৷ মহারাষ্ট্রে মোট ৯ কোটি ৬৩ লাখ ভোটার রয়েছে, যার মধ্যে ৪ কোটি ৯৭ লাখ পুরুষ এবং ৪ কোটি ৬৬ লাখ মহিলা ভোটার। রাজ্যে ২০-২৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৮৫ লক্ষ তরুণ ভোটার রয়েছে।
বিধানসভা নির্বাচনের পাশাপাশি নান্দেদ লোকসভা আসনের উপনির্বাচনও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত লোকসভা নির্বাচনে দেশের সর্বনিম্ন ভোটার সহ শীর্ষ ১০টি শহুরে লোকসভা আসনের মধ্যে ছিল মহারাষ্ট্রের ছয়টি সংসদীয় আসন। সেই সব আসনে ইতিমধ্যেই আগামী নির্বাচনে ভোটের শতাংশ বাড়ানোর লক্ষ্যে তাঁদের প্রচার এবং প্রচেষ্টা চালিয়েছে।
Notification for #Assemblyelections in #Maharashtra to be issued today.
Single-phase polling for all 288 assembly seats in the state to be held on 20th November. #Elections2024 pic.twitter.com/nTSCjARRn0
— All India Radio News (@airnewsalerts) October 22, 2024
Maharashtra Assembly Elections, Maharashtra Assembly Elections 2024,