দ্বিতল বিশিষ্ট একটি সুপরিচিত বিল্ডিং যা ভিড়ে ওয়াড়া নামে পরিচিত ছিল, সেটিকে ভেঙে ফেলা হল পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের দ্বারা। স্থানীয় মানুষ বিল্ডিংটি পুরসভার হাতে তুলে না দেওয়ার ফলে বিল্ডিংটি ভাঙার সিদ্ধান্ত নেয় পুরসভা কর্তৃপক্ষ।
এই বিষয়ে জমি অধিগ্রহন কর্তা জানিয়েছেন, ভিড়ে ওয়াড়া একটি ঐতিহাসিক বিল্ডিং যেখানে সমাজ সংস্কারক সাবিত্রীবাই ফুলে পুনেতে মেয়েদের জন্য প্রথম মহিলা স্কুল খুলেছিলেন। ২০০৬ সালে পুরসভা তাঁর সম্মানে সেখানে একটি স্মৃতিসৌধ স্থাপন করার সিদ্ধান্ত নেয়।
২০০৮ সালে অধিগ্রহন পদ্ধতি শুরু হয়।যদিও ২০১০ সালে বাড়ির বাসিন্দাদের পক্ষ থেকে একটি মামলা দাখিল করা হয় আদালতে। ২০১০ সাল থেকে আজ পর্যন্ত মামলা আদালতে চলছিল। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে মামলা জিতলেও মামলাকারীরা অ্যাপেক্স কোর্টে যায় ঘর খালি করার জন্য আরও সময় চাওয়া হয় তাদের পক্ষ থেকে।
তবে ঘর খালি করার যে নির্দিষ্ট সময়সীমা ছিল তা পেরিয়ে যাওয়ার পর বাড়িটি ভাঙার সিদ্ধান্ত নেয় পুরসভা কর্তৃপক্ষ। বাড়িটি ভাঙার পর সেখানে তৈরী করা হবে সাবিত্রী ফুলের একটি স্মৃতি সৌধ।
Maharashtra | A two-storey building structure famously known as Bhide Wada property in Pune was razed by Pune Municipal Corporation (PMC). pic.twitter.com/6kMvTcOCB0
— ANI (@ANI) December 4, 2023