
থানে, ২০ মেঃ চলছিল বহুতল মেরামতির কাজ। আচমকাই অঘটন। ভেঙে পড়ল আবাসনের চতুর্থ তলার একটি স্ল্যাব। আর সেই স্ল্যাবটি সঙ্গে পরপর নীচের স্ল্যাবগুলো ধসে পড়তে শুরু করে।
ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার মহারাষ্ট্রের (Maharashtra) থানেতে কল্যাণ এলাকায় শ্রী সপ্তশ্রিংগী নামে ওই বহুতলটিতে সংস্কারের কাজ চলাকালীন কেলেঙ্কারি কাণ্ড বেধে যায়। কল্যাণের এসডিও বিশ্বাস দিগম্বর গুজর জানাচ্ছেন, মোট ৫২টি পরিবারের বাস এই আবাসনে। চতুর্থ তলা সংস্কারের সময়ে সিমেন্টের স্ল্যাব ধসে পড়ে। তার ধাক্কায় পরপর নীচের সবকটি স্ল্যাবই ভেঙে পড়তে শুরু করে। ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েন ১১ জন। উদ্ধারকারী দল ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। কিন্তু ৬ জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। তিনি আরও বলেন, ভবনটির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। শীঘ্রই তা ভেঙে ফেলা হবে। আবাসিক পরিবারগুলোর জন্যে বিকল্প ব্যবস্থা করা হবে।
৬ জনের মৃত্যুঃ
#WATCH | Thane, Maharashtra: Kalyan SDO Vishwas Digambar Gujar says, "On the fourth floor of Shri Saptashringi building in Kalyan, flooring work was going on. During the renovation work, the slab of the fourth floor collapsed, taking with it slabs of all the subsequent lower… pic.twitter.com/t0poJyp2mQ
— ANI (@ANI) May 20, 2025