Mahagathbandhan Manifesto 2025: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে (Bihar Elections 2025) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে আরজেডি নেতা তেজস্বী যাদবের (Tejashwi Yadav) নাম ঘোষণা করেছে বিরোধীদের জোট 'মহাগঠবন্ধন'। আজ, মঙ্গলবার পটনায় মহাগঠবন্ধনের নির্বাচনী ইস্তেহারেও দেখা গেল লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বীকেই বেশি করে তুলে ধরা হয়েছে। ইস্তেহারের নাম রাখা হয়েছে 'বিহার কা তেজস্বী প্রাণ' (Bihar Ka Tejashwi Pran) বা বিহারের তেজস্বী প্রাণ। ইস্তেহারের প্রচ্ছদে বড় করে ছবি তেজস্বীর, তুলনায় অনেকটাই ছোট রাহুল গান্ধীর ছবি। এদিন ফের পরিষ্কার হয়ে গেল, পুরোপুরি তেজস্বীকে সামনে রেখেই এবারের বিহার নির্বাচনে লড়ছে বিরোধীরা। যেখানে এখনও নীতীশকে এতটা স্পষ্টভাবে তুলে ধরেনি এনডিএ। আগামী বৃহস্পতিবার তাদের বিহারে তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে NDA।
কিছু আসনে 'বন্ধুত্বপূর্ণ'লড়াই হলেও তেজস্বী বিরোধী জোটের সবাইকে নিয়ে প্রচারে ঝাঁপিয়েছেন
সরকারে আসার দুদিনের মধ্যেই বিহারে প্রতিটি পরিবারের অন্তত একজন সরকরা চাকরি পাবেন। এমন প্রতিশ্রুতি দিল বিহারের বিরোধী মহাগঠবন্ধন জোট। শুরুতে আসন সমঝোতা নিয়ে বড় ধরনের সমস্যার পর অবশেষে নিজেদের গুছিয়ে নিয়েছে বিরোধীরা। কিছু আসনে 'বন্ধুত্বপূর্ণ' লড়াই হলেও আরজেডি, কংগ্রেস ও বাম নেতারা দাবি করছেন তাদের মধ্যে বোঝাপড়া সব ঠিক আছে। তবে এদিন পটনায় মহাগঠবন্ধনের নির্বাচনী ইস্তেহার প্রকাশে রাহুল গান্ধী বা মল্লিকার্জন খাড়গেদের মত কংগ্রেসের শীর্ষ নেতারা না থাকায় বিজেপি কটাক্ষ করল। তেজস্বীদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে এদিন বিহারের কংগ্রেস নেতাদের সঙ্গে উপস্থিতি ছিলেন দিল্লির প্রতিনিধি পবন খেরা, উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহনি, সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য সহ জোট দলগুলির শীর্ষ নেতারা। রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস, সিপিআইএমএল সহ বাম দল, বিকাশশীল উন্নয়ন পার্টি (ভিআইপি)-দের নিয়ে তৈরি হয়েছে এই মহাগঠবন্ধন জোট। ২৪৩ আসনের বিধানসভায় বিরোধীদের জোটে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে সবচেয়ে বড় শরিক আরজেডি (১৪৪টি)। তারপর কংগ্রেস (৬০)। সিপিআইএম(এল) ২০টি, ভিআইপি ১২টি, সিপিআই ৪টি, সিপিআই (এম) ২টি আসনে প্রার্থী দিয়েছে। আরজেডি ও কংগ্রেসের মধ্যে অন্তত ১২-১৫টি আসনে লড়াই হচ্ছে।
নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিহারে বিরোধী জোটের
#WATCH | Patna, Bihar | Mahagathbandhan releases its manifesto titled 'Bihar Ka Tejashwi Pran' for the upcoming #BiharElection2025. pic.twitter.com/WvQS6MWTXZ
— ANI (@ANI) October 28, 2025
নির্বাচনী ইস্তেহার প্রকাশে এসে কী বললেন কংগ্রেস নেতা পবন খেরা
#WATCH | Patna, Bihar | Mahagathbandhan releases its manifesto titled 'Bihar Ka Tejashwi Pran' for the upcoming #BiharElection2025.
Congress leader Pawan Khera says, "The Mahagathbandhan was the first to announce its chief ministerial candidates. It also released its manifesto… pic.twitter.com/IjF7sazbbB
— ANI (@ANI) October 28, 2025
নীতীশকে কটাক্ষ তেজস্বীর
তেজস্বীদের ইস্তেহারে ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হল। বিহারকে দেশের এক নম্বর রাজ্য করার প্রতিশ্রুতি দিলেন বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী। নির্বাচনী ইস্তেহার অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে তেজস্বী বললেন, "আমরা শুধু বিহারে সরকারই গড়ব না, আমরা নতুন বিহার গড়ে তুলে। মহাগঠবন্ধন জোট সঙ্কল পত্র তুলে ধরে বিহারকে নতুন দিশা দেখাবে।"বিহারে এনডিএ এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করায় কটাক্ষের সুরে তেজস্বী বললেন, বিহারের রাজনীতিতে ফের তোপ দাগলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এনডিএ জোটে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ভূমিকা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
বিজেপির হাতের পুতুল নীতীশ: তেজস্বী
তেজস্বীর অভিযোগ, "নীতীশ কুমার এখন এনডিএ-র হাতের পুতুল। বিজেপি শুধু তাঁর মুখটাকেই ব্যবহার করছে ভোটের প্রচারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই আগেই বলে দিয়েছেন,নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন না। নির্বাচনের পর বিজেপি কোনও ভাবেই তাঁকে মুখ্যমন্ত্রী করবে না।"তেজস্বী দাবি করেন, "আমাদের ‘ইন্ডিয়া’ জোট স্পষ্ট করে আমাকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ঘোষণা করেছে। কিন্তু এনডিএ এখনো পর্যন্ত একটাও সাংবাদিক সম্মেলন করেনি এই জানাতে যে তাদের মুখ্যমন্ত্রী প্রার্থী কে।"
কী বলছে কংগ্রেস
কংগ্রেসের শীর্ষ নেতা পবন খেরা বললেন, "মহাগঠবন্ধনই প্রথম তাদের মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করেছে। আমরাই সবার আগে ইস্তেহার প্রকাশ করেছি। এর থেকেই বোঝা যায়, বিহারকে নিয়ে কারা সত্যিই সিরিয়াস।”তিনি আরও বলেন, "প্রথম দিন থেকেই আমরা ঠিক করে নিয়েছিলাম বিহারের জন্য কী করব। আমাদের লক্ষ্য বিহারকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা।"