Steve Jobs Wife Laurene Powell (Photo Credit: ANI/X)

দিল্লি, ১৪ জানুয়ারি: মহাকুম্ভে (Maha Kumbh 2025) হাজির হয়ে অসুস্ত হয়ে পড়লেন স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল (Laurene Powell)। রিপোর্টে প্রকাশ, কোনও ধরনের অ্যালার্জিতে আক্রান্ত হন লরেন। সেই কারণেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন লরেন পাওয়েল। জানা যাচ্ছে, ত্রিবেণী সঙ্গম যাওয়ার আগে কাশী বিশ্বনাথ মন্দিরে যান লরেন পাওয়েল। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত লরেন পাওয়েলের ভারতে থাকার কথা। ফলে তিনি নিরাঞ্জনী আখাড়ায় রয়েছেন। আমেরিকায় ফেরার আগে নিরাঞ্জনী আখাড়াতেই লরেন পাওয়েল রয়েছেন। ১৫ জানুায়রির পর লরেন পাওয়েল আমেরিকায় ফিরবেন এবং ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হবেন বলে খবর।

স্বামী কৈলাশনন্দ গিরি বলেন, লরেন পাওয়ালের মহাকুম্ভে যোগ দেওয়ার কথা। লরেন পাওয়েল তাঁর শিবিরের বলে জানান কৈলাশনন্দ গিরি। এমন ধরনের কোনও জনসমাগমে তিনি কখনও এর আগে হাজির হননি। সেই কারণে হঠাৎ করেই লরেন পাওয়েলের অ্যালার্জি হয়ে যায় বলে জানান কৈলাশনন্দ গিরি। তবে পুজোর সময় লরেন পাওয়েল হাজির হবেন বলে জানান কৈলাশনন্দ গিরি।

সনাতন ধর্ম নিয়ে লরেন পাওয়েলের আগ্রহ অপরিসীম। ফলে তাঁর সমস্ত প্রশ্নের উত্তর তাঁরা দেওয়ার চেষ্টা করছেন বলে জানান কৈলাশনন্দ গিরি।

প্রসঙ্গত মৃত্যুর আগে স্টিভ জোবস ভারতে হাজির হয়ে কুম্ভ মেলায় যোগদান করতে চান বলে নিজের এক চিঠিতে জানিয়েছিলেন। স্টিভ জোবসের সেই অপূর্ণ ইচ্ছা পূরণ করেন লরেন পাওয়েল জোবস মহাকুম্ভে হাজির হয়ে।