Traffic Jam During Maha Kumbh (Photo Credit: X/PTI)

দিল্লি, ১০ ফেব্রুয়ারি: মহাকুম্ভে (Maha Kumbh) উপচে পড়ছে ভিড়। মহাকুম্ভে যখন ভিড় উপচে পড়ছে, সেই সময় প্রয়াগরাজের রাস্তায় কার্যত জনসমুদ্র। মহাকুম্ভে পূণ্যস্নানের জেরে প্রয়াগরাজের (Prayagraj) রাস্তায় ৩০০ কিলোমিটার জুড়ে ট্রাফিক জ্যাম (Traffic Jam) শুরু হয়েছে। যাকে বিশ্বের সবচেয়ে বড় ট্রাফিক জ্যাম বলে মনে করছেন অনেকে। বিশ্বের সবচেয়ে বড় মেলায় হাজির হতে যে হারে মানুষ মহাকুম্ভে হাজির হচ্ছেন, তাঁদের গাড়ি মেলা প্রাঙ্গন থেকে দূরে থাকলেও, তাতে যেন মহাসমুদ্র তৈরি হয়েছে। একের পর এক গাড়ি যেমন দাঁড়িয়ে পড়তে শুরু করেছে, তেমনি এক, দেড় ঘণ্টা ধরে মানুষকে রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যে বিপুল মানুষ মহাকুম্ভে হাজির হতে চাইছেন, ট্রাফিক জ্যামের জেরে মেলা প্রাঙ্গন থেকে  কয়েক কিলোমিটার দূরে তাঁদের ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফলে কোনওক্রমে সেখান থেকে কোনও গাড়ি সরে অন্যত্র যেতে পারছে না।

দেখুন বিপুল মানুষ আটকে রয়েছেন রাস্তায়...

 

প্রয়াগরাজে কয়েকশ গাড়ি দাঁড়িয়ে পড়েছে। কোনওক্রমে সেগুলি মেলা প্রাঙ্গনের ধারপাশে ঘেঁষতে পারছে না। যার জেরে একের পর এক ট্যুইট প্রকাশ্যে উঠে আসতে শুরু করে। তীর্থযাত্রীরা যেভাবে মেলা প্রাঙ্গনের  আগেই আটকে পড়ছেন, আর তাতে সাধারণ মানুষের হয়রানি বাড়ছে, তা নিয়ে কার্যত জোর চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।

একের পর এক ট্যুইট উঠে আসতে শুরু করেছে...