Maha Kumbh (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৪ ফেব্রুয়ারি: আর প্রায় শেষের পথে মহাকুম্ভ (Maha Kumbh 2025)। চলতি সপ্তাহেই শেষ হওয়ার কথা মহাকুম্ভের মত বিশাল যজ্ঞের। প্রয়াগরাজ মহাকুম্ভ যখন শেষের পথে, সেই সময় পরপর ১৩টি এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর। ১৪০টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে পরপর অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। মহাকুম্ভ নিয়ে 'বিভ্রান্তিমূলক পোস্ট' ছড়ানোর অভিযোগে ওই ১৪০টি সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় বলে খবর। মহাকুম্ভের ডিআইজি বৈভব কৃষ্ণের তরফে এই এফআইআর দায়েরের খবর সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে প্রকাশ করা হয়।

এসবের পাশাপাশি উত্তরপ্রদেশ পুলিশের তরফে একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের উপর নজর রাখা হয়েছে। কোন সোশ্যাল মিডিয়া  হ্যান্ডেল কী ধরনের গুজব ছড়াচ্ছে মহাকুম্ভ নিয়ে, বিষয়ে কড়া নজরদারি করা হচ্ছে বলে খবর। বিশেষ করে মহাকুম্ভে মহিলাদের স্নানের ভিডিয়ো কারা আপলোড করছেন, সে বিষয়ে রাখা হয়েছে কড়া নজর।

সম্প্রতি মহাকুম্ভে মহিলাদের স্নানের ভিডিয়ো আপলোড করতে দেখা যায় আহমেদাবাদের ২ ইউটিউবারকে। যে খবর প্রকাশ্যে আসার পরই ওই ২ ইউটিউবারকে গ্রেফতার করা হয়। আহমেদাবাদের ২ ইউটিউবারের খবর প্রকাশ্যে আসার পর থেকেই মহাকুম্ভের কনটেন্ট নিয়ে বিশেষ নজরদারি শুরু করা হয়েছে।

চলতি সপ্তাহের ২৬ ফেব্রুয়ারি মহাকুম্ভ শেষ হওয়ার কথা। ফলে শেষের দিকে জনস্রোত এড়াতে এবং রাস্তাঘাট সঠিক রাখতে উত্তরপ্রদেশের প্রশাসনের তরফে সমস্ত ধরনের পদক্ষেপ করা হয়েছে বলে খবর।