Atiq Ahmed (Photo Credit: IANS)

প্রয়াগরাজ, ১৫ এপ্রিল: ক দিনের টানটান উত্তেজনার অবসান। প্রয়াগরাজের জেল থেকে স্বাস্থ্য পরীক্ষায় যাওয়ার পথে পুলিশের সামনেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আততায়ীদের গুলিতে মৃত্যু হল কুখ্যাত গ্যাংস্টার তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদ (Atiq Ahmed) ও তার ভাই আশরাফ আহমেদ (Ashraf Ahmed)। ভিডিয়োতে দেখা যাচ্ছে সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় পুলিশের সামনেই কয়েকজন এসে সরাসরি গুলি করে আতিক ও তার ভাই আশরাফকে। পুলিশ সেই সময় পুরোপুরি দর্শকের ভূমিকায় ছিল। পরে জানা যায় তিন আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এক পুলিশ কর্মীর আহত হওয়ার খবর মিলেছে।

দিন দুয়েক আগে আতিকের ছেলে আসাদের এনকাউন্টারে মৃত্যু হয়। আসাদের শেষকৃত্যের পরেই আততায়িদের গুলিতে মৃত্যু হল প্রাক্তন সাংসদ আতিকের। দিন চারেক আগেই আতিক আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাকে মেরে ফেলা হতে পারে ।

ক দিন আগেই গুজরাটের সবরমতি জেল থেকে প্রয়াগরাজের আদালতে কড়া নিরাপত্তায় আতিককে আনা হয়েছিল। বন্দি আতিকের প্রয়াগরাজে আসার প্রতি মুহূর্তে দেখিয়েছিল দেশের নিউজ চ্যানেলগুলি। এক অপহরণ মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়ে আতিককে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয়েছিল। আরও পড়ুন-বিহারের চম্পারণে বিষমদের বলি ২২, দৃষ্টিশক্তি হারালেন অনেকে

দেখুন ভিডিয়ো (Graphic Content)

দেখুন টুইট

গুজরাটের সবরমতী জেল থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের জেলে আনার সময় প্রাণ সংশয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রাক্তন সাংসদ আতিক আহমেদ। আতিক বলেন, 'এটা সঠিক নয়, ওরা আমায় খুন করতে চায়।' আতিকের সেই আশঙ্কাই সত্য়ি হল। আইনের চোখে যাবজ্জীবন কারাদণ্ডের অপরাধীর প্রাণ কেড়ে নিল আততায়ীদের গুলি।