তীব্র গরমে জল সঙ্কটে (Water Crisis) ভুগছে মধ্যপ্রদেশের পান্না গ্রাম। জানা যাচ্ছে জলের জন্য মাটি খুঁড়তে হচ্ছে তাঁদের। সমস্যা সমাধানের জন্য রাজ্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন পঞ্চায়েত প্রধান অরবিন্দ। সামনেই লোকসভা নির্বাচন, আর এই ভোটে বিজেপির প্রচারে প্রধান বিষয় জল জীবন মিশন। কিন্তু খোদ বিজেপি শাসিত রাজ্যেই জলকষ্টে ভুগছে একটি গ্রামের বাসিন্দারা।
পান্না গ্রামের পঞ্চায়েত প্রধান নিজে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাত লাগিয়ে মাটি খুঁড়ে জলের ব্যবস্থা করছে। তিনি জানিয়েছেন, আমরা মধ্যপ্রদেশ জলনিগমে জানিয়েছি অতি দ্রুত এখানে জলের ব্যবস্থা করতে হবে। কিন্তু এখনও এখানে কোনও কাজ শুরু হয়নি। আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করছি ঠিকই। কিন্তু এতে আগামী ১০ দিন চালানো যাবে। গ্রামবাসীরা খুবই কষ্টে রয়েছে।
VIDEO | Villagers in Madhya Pradesh’s Panna are facing a severe water crisis due to extreme heat.
“We have written to the Madhya Pradesh Jal Nigam to provide us with immediate availability of water. In the meantime, we are working to provide alternative arrangements for water,… pic.twitter.com/vauFIvW9Wb
— Press Trust of India (@PTI_News) April 11, 2024
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের তাপমাত্রা ক্রমশই উধ্বমুখী। সেই সঙ্গে দীর্ঘ কয়েকদিন ধরে বৃষ্টিও হয়নি। যদিও গরম পড়লে এই এলাকায় প্রতিবছরেই জলের সমস্যা হয়। কিন্তু বিজেপির ডবল ইঞ্জিন সরকারের পরিষেবা এই গ্রামে পৌঁছাতে এখনও সময় নিচ্ছে। যা নিয়ে বিরোধীরা সমালোচনা শুরু করেছে।