Photo Credits: Pixabay

মোরেনা: প্রিন্সিপালের ঘর (Principal's room) থেকে কন্ডোমের (condoms) প্যাকেট ও মদের (liquor) বোতল উদ্ধার হয়েছিল। এর জেরে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনা (Morena) জেলার একটি মিশনারি স্কুল (missionary school) বন্ধ করে দিল শিবরাজ সিং চৌহানের সরকার।

সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে জানা গেছে, শনিবার মধ্যপ্রদেশ রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের (State Commission for Protection of Child Rights) তরফে মোরেনা জেলার ওই মিশনারি স্কুলে আচমকা পরিদর্শন (surprise inspection) চালানো হয়। তখনই শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা স্কুলের প্রিন্সিপালের ঘর থেকে কন্ডোম ও মদের বোতল উদ্ধার করে। এর জেরে স্কুলটি বন্ধ করে দেওয়ার পাশাপাশি একটি এফআইআরও (FIR) দায়ের করা হয়েছে প্রিন্সিপালের নামে। আরও পড়ুন: Helicopter Crashed: উপকুলরক্ষী বাহিনীর কপ্টার ভেঙে পড়ল রানওয়ের সামনে