Representational Image (Photo Credits: File Image)

ভোপাল, ৩ ডিসেম্বর: চিকিৎসা (Doctor) ব্যবস্থায় যে কতটা গাফিলতি হতে পারে, তা ফের প্রকাশ্যে এল। এবার মধ্যপ্রদেশে (Madhya Pradesh) এক মহিলার পেটে কাঁইচি ফেলে রাখলেন চিকিৎসকরা। গত ২ বছর ধরে ওই মহিলার পেটের ভিতরেই ছিল কাঁইচি। অস্ত্রপচারের সময় বছর ৪৪-এর মহিলার পেট থেকে কাঁইচি বের করতে ভুলে যান চিকিৎসকরা। তার মাশুল গত ২ বছর ধরে গুনতে হয় বছর ৪৪-এর এক মহিলার। শুনতে অবাক লাগলেও মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় এমনই একটি ঘটনার জেরে কার্যত শোরগোল ছড়িয়েছে।

জানা যায়, গত কয়েক মাস ধরে ভিন্ডের বাসিন্দা ওই মহিলার তলপেটে অসম্ভব যন্ত্রণা শুরু হয়। বার বার চিকিৎসকের কাছে গিয়েও কোনও সুরাহা হয়নি। চিকিৎসকরা চিকিৎসা করেছেন, বিভিন্ন ধরনের পরীক্ষানীরিক্ষা করেছেন কিন্তু তলপেটে যন্ত্রণার উৎস কোথায়, তা ধরতেে পারেননি। এমনকী কোনও ধরনের পরীক্ষানীরিক্ষা করেও সংশ্লিষ্ট মহিলার তলপেটে যন্ত্রণার উৎস খুঁজে পাননি চিকিৎসকরা।

যন্ত্রণায় কাতর মহিলার পেটে এরপর সিটি স্ক্যান করানো হয় ভিন্ড জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা। সিটি স্ক্যানে ধরা পড়ে, মহিলার পেটে একজোড়া কাঁইচি রয়ে গিয়েছে। গ্বালিয়রের সরকারি হাসপাতালে গত ২ বছর আগে ওই মহিলার অস্ত্রপচার হয়। সেই অস্ত্রপচারের সময়ই কাঁইচি ফেলে রাখেন চিকিৎসকরা। মহিলার পেটে কাঁইচির হদিশ পেয়ে তাজ্জব হয়ে যান চিকিৎসকরা।

ওই ঘটনার পর মহিলার পরিবারের তরফে বিচার চাওয়া হয়। যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, তাদের বিচার হোক বলে দাবি জানানো হয়।