ভোপাল, ১৪ জুলাই: আদিবাসী শ্রমিকের গায়েমূত্রত্যাগের অভিযোগে বিজেপি (বর্তমানে বরখাস্ত দল থেকে) নেতা প্রভেস শুক্লর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করে মধ্যপ্রদেশ সরকার। প্রভেস শুক্লর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ দায়েরের পর এবার মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ অভিযুক্তর স্ত্রী। কেন তাঁর স্বামীর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হল, তা নিয়েই আদালতের দ্বারস্থ প্রভেস শুক্লর স্ত্রী।
Wife of accused, #PraveshShukla, in the #Sidhi urination case has moved #MadhyaPradeshHighCourt challenging the state government's decision to invoke the National Security Act (#NSA) against her husband. pic.twitter.com/pV2m080PU0
— IANS (@ians_india) July 14, 2023
সম্প্রতি মদ্যপ অবস্থায় এক আদিবাসী শ্রমিকের গায়ে মূত্রত্যাগের অভিযোগ ওঠে প্রভেস শুক্লর বিরুদ্ধে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল ছড়ায়। এরপর ওই আদিবাসী শ্রমিকের কাছে ক্ষমা চেয়ে, মুখ্যমন্ত্রী ভবনে ডাকেন সিবরাজ সিং চৌহান। এমনকী ওই আদিবাসী যুবকের পা ধুইয়ে দিতে দেখা যায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে।