নয়াদিল্লিঃ সোম (Monday) সকালে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। ট্রাকের (Truck) সঙ্গে ট্রাক্টরের (Tractor) সংঘর্ষে প্রাণ গেল দুই কানওয়াড়ির (Kanwariya) , আহত কমপক্ষে ১৫। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনায় (Morena) । জানা গিয়েছে, কানওয়ার যাত্রায় যাচ্ছিল ট্রাকটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরে ধাক্কা মারে সেটি। ট্রাক্টরটিও কানওয়ার যাত্রায় যাচ্ছিল বলে জানা গিয়েছে।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কানওয়াড়ির। এই ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেছেন কানওয়াড়িরা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, শ্রাবণ মাসে বাঁকে জল নিয়ে শিবের মাথায় ঢালেন ভক্তরা। গঙ্গায় স্নান সেরে সঙ্গের পাত্রে গঙ্গাজল ভরে নিয়ে কাঁধে বাঁক ঝুলিয়ে সেই ভেজা পোশাকেই কোনও শিবধামের উদ্দেশে যাত্রা করেন তাঁরা। হিন্দিতে এই বাঁককে বলা হয় কানওয়ার। আর যাঁরা বাঁক কাঁধে যাত্রা করেন, তাঁদের বলা হয় কানওয়াড়ি।
দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো
Madhya Pradesh: Speeding truck collided with a tractor trolley in Morena, killing two Kanwariyas and injuring over 15. The incident led to a highway blockade by Kanwariyas. The deceased and injured were taken to the district hospital, and police are managing the situation pic.twitter.com/deMAPPo3IA
— IANS (@ians_india) July 29, 2024