Raped (representationla image)

ভোপাল: রাখি (Rakhi) পরিয়ে ভাই (brother) ডেকেছিল। কিন্তু, সেই সম্মান রাখতে পারল না এক ব্যক্তি। পাতানো বোনকে ধর্ষণের পর হুমকি দেওয়ার অভিযোগও উঠল তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের (Bhopal) রাতিবাদ (Ratibad) এলাকায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির নামে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে নির্যাতিতার বিয়ে হয়েছিল এক ব্যক্তির সঙ্গে। বেশ কিছুদিন সংসার করার পর অসুখ করে মারা যান ওই ব্যক্তি। প্রথম স্বামীর মৃত্যুর পর ওই মহিলা ফের বিয়ে করলেও ভাগ্য তাঁর সঙ্গে ছিল না। তাই সাত মাস বাদে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

এরপর মহিলা একাই থাকতে শুরু করেন। কিছুদিন পরে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর। ওই ব্যক্তি তাঁর সঙ্গে একই জায়গা কাজ করত। এভাবে কয়েকদিন যাওয়ার পর রাখি বন্ধনের দিন ওই ব্যক্তি মহিলাটিকে রাখি পরাতে বলে তাকে। ভাই-বোনের সম্পর্কও পাতায়।

কিন্তু, সেই সম্পর্কের সম্মান আর রাখতে পারেনি সে। অল্প কিছুদিন পরেই মহিলাটির একা থাকার সুযোগে তাঁকে ধর্ষণ করে ওই ব্যক্তি। নির্যাতিতা প্রতিবাদ জানালে তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি তখনকার মতো থামিয়ে দেয়। যদিও মহিলাটি তাকে ক্রমাগত জোর খাটালে হুমকি দেয় অভিযুক্ত। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা।