Child Rescue from MP Photo Credit: Twitter@ANI_MP_CG_RJ

মধ্যপ্রদেশঃ ৪৮ ঘণ্টা পেরিয়ে গেল, এখনও উদ্ধার করা গেলনা মধ্যপ্রদেশের বেতুল জেলার মান্ডাভি গ্রামের গভীর কূপে পড়ে যাওয়া শিশুটিকে। খেলতে গিয়ে গভীর কূপে পড়ে যায় শিশুটি। আর তাঁর পরেই ফিরে আসে সেই  প্রিন্সের স্মৃতি। মঙ্গলবার রাত ৮ টা নাগাদ ঘটনাটি ঘটে। তন্ময় নামে শিশুটি খেলার সময় হঠাৎ গভীর কূপের মধ্যে পড়ে যায়। শিশুটির গভীর গর্তে পড়ে যাওয়ার বিষয়টি তাঁর ১২ বছরের দিদি সবাইকে জানায়।গ্রামের বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে জানায়। ছুটে আসে এসডিআরএফের একটি দল। সেই রাত থেকেই শিশুটিকে কূপ থেকে উদ্ধারের কাজ শুরু হয়। কাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান বেতুলের জেলাশাসক এবং পুলিশ সুপার সিমলা প্রসাদ। ৪০০ ফুট গভীর গর্ত হলেও শিশুটি ৫৫ ফুট নিচে আটকে রয়েছে। তবে আরও বেশ কিছু সময় লাগতে পারে উদ্ধারকার্যে। কারণ গর্তটির মধ্যে বেশিরভাগ জায়গায় পাথর রয়েছে বলে জানা গেছে।