Mohan Yadav (Photo Credit: Twitter)

রাম মন্দিরের পর এবার মহারাষ্ট্রের চিত্রকূটকে (Chitrakut) নতুনভাবে গড়ে তোলার ঘোষণা মুখ্যমন্ত্রী মোহন যাদবের। অযোধ্যায় ২২ জানুয়ারী মহাসমারোহে উদ্বোধন করা হয় রাম মন্দিরের। প্রায় ১ লক্ষ ভিআইপি অতিথির উপস্থিতিতে এই অনুষ্ঠান উদযাপিত হয়।

এবার সেই একই আদলে চিত্রকূটকে সাজিয়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব(Mohan Yadav)। মধ্যপ্রদেশের সঙ্গে রামের যোগ গভীর। কেননা ১৪ বছরের বনবাস উপলক্ষ্যে এই চিত্রকূটের বনেই কাটিয়েছিলেন রাম। 'রাম বন গমন পথ' নামের একটি প্রকল্প ইতিমধ্যেই তৈরী হচ্ছে বলে জানা গেছে।

এই মাধ্যমেই সামনের লোকসভা নির্বাচনে নিজেদের দিকে হাওয়া টানতে কোন প্রচেষ্টার ত্রুটি রাকতে চাইছে না বিজেপি। বিগত বেশ কেয়কবছরের নির্বাচনে মোট ২৯ টি আসনের মধ্যে ২০১৪ এবং ২০১৯ সালে জিতেছিল ২৭ এবং ২৮ টি আসন। এবছর ২৯ টি আসনে জয়ের জন্য ঝাঁপাতে চলেছে বিজেপি। নিরাবচনের আগে রামের নামেই বাড়ি বাড়ি ভোট চাইতে নামবে বিজেপি।